top of page
সংযোগসূত্র
আর জি কর কান্ডের প্রতিবাদ জানিয়ে দ্রুত প্রতিকার চাইছি
।। কোন পক্ষ॥
সুকান্তকুমার দে
এবার যুদ্ধ হবে, মহাযুদ্ধ, ঠিক যেন কুরুক্ষেত্র ।
সারা দেশ ভাগ হয়ে গেছে দুই ভাগে,
কৌরব, না হয় পান্ডব ।
মাঝামাঝি কোন পক্ষ নেই,
মাঝামাঝি কোন দাড়ি, কমা, যতিচিহ্ন নেই ।
নেই কোন চিন্তা ভাবনার অবসর ।
রাত্রি চতুর্থ প্রহর, উষা লগ্ন, তুমি ছিলে সুখস্বপ্নে ।
তখনই সে অভিমুন্য, ঘিরে ধরে সপ্তরথী ।
একাকি যুদ্ধ করে ভাঙ্গা ধনুর্বানে ।
অসমযুদ্ধে হেরে গেছে সে,
চলে গেছে অমৃতলোকে, যদি কিছু থাকে ।
ফেলে রেখে শৃগাল আর শকুনের উচ্ছিষ্ট ।
এবার তোমার পালা, নিতে হবে প্রতিশোধ ।
নিশি শেষ হয়ে আসে, সময় সংক্ষিপ্ত ।
ঠিক করে ফেল কাল প্রত্যুষে যে লড়াই শুরু হবে,
সে লড়াইয়ে কার পক্ষে তুমি ? কোন দায় নেই,
তবে মাঝামাঝি ভেসে থাকারও কোন জায়গা নেই ।
এ লড়াইয়ে হয় তুমি কৌরব না হয় পান্ডব ।
bottom of page