top of page

চিত্তরঞ্জন পাল

crp.jpg

বর্তমান বাসস্থানঃ নরেন্দ্রনগর, বেলঘরিয়া, উত্তর ২৪ পরগণা

চাকরিতে যোগদানঃ ১১/০৯/১৯৭৯, মালদা

অবসরঃ ৩১/০১/২০১৩, ডেপুটি ম্যাজিস্ট্রেট, হাওড়া

ফোন নং ৯৪৩৩৯৮২০৫৮

কানুনগোর মঞ্চ থেকে// চিত্তরঞ্জন পাল

সত্তর দশকের শেষ ভাগে রাজনৈতিক পালাবদলের সন্ধিক্ষণে কাগজে প্রকাশিত কানুননগো পদের প্রতিযোগিতা মূলক পরীক্ষার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে আবেদন করে ছিলাম ! সঙ্গী আরও দুই বাল্য বন্ধু ! রাজনৈতিক হস্তক্ষেপের কারণে সেইসময় ই সরাসরি চাকৃরি পাওয়া,একটা সন্ধেহ এর বাতাবরন তৈরী হয়েছিল। পরীক্ষা দেওয়ায় একটা অনাগ্রহতা দেখা দিয়েছিল। এক বন্ধুর বিশেষ উদ্যোগে পরীক্ষা, ইণ্টারভিউ পেরিয়ে,বহরমপুরে হবু কানূ হিসাবে,১লা ফেব্রুয়ারি,১৯৭৯,তে যোগদান। ত্রয়ী বাল্য বন্ধু দের এক জন সফল হয়নি। অপর জন সফল হয়ে ৯ মাস আগেই বহরমপুরে ই যোগ দিয়েছিল, দীপক পাল।
শিক্ষানবিশী শেষে সেপ্টেম্বর ১৯৭৯ তে মালদা ভূবাসন আধিকারিক এর করণে যোগদান। পরবর্তী তে রায়গঞ্জ চার্জ অফিস,অবশেষে বুনিয়াদ পুরের অধীন বদল পুর হল্কা ক্যাম্প এ রাত্রি বাস শুরু ! বহরমপুর থেকে একজন সর্ব ক্ষনের সঙ্গী পেয়েছিলাম,মুরারী কে।
বদলপুরে একই বিছানায় দু জনের রাত্রিবাস শূরু হলো।
রায়গঞ্জ থেকে সকাল সকাল হোটেলে ডাল ভাত খেয়ে বাসে ৫৬ কিমি ভ্রমণ করে বুনিয়াদপুর পৌছালাম দূপূর ২ টো।
. জানলাম এখান থেকে কমপক্ষে ৬য় মাইল মেঠো পথে দুই পায়ের সাহায্যে আতিক্রম করলে বদল পুর গ্রাম ! গনেশ দার সহায়তায় লোক মারফত আমাদের দড়িতে বাঁধা বেডিং ও একটি মাত্র ব্যাগ (প্রত্যেকের ) বদল পুরে পাঠানোর ব্যবস্থা করা গেল। কর্দমাক্ত পিচ্ছিল পথে কোনো ভাবেই নিজেদের বহন করা যাবে না বলে,গণেশ দা জানিয়েছিল ।আগের দিনে চার্জ অফিসে গনেশ দার (রায়) সাথে পরিচয় হয়েছিল। দিনাজপুর ছেড়ে আসার পরে দীর্ঘ ৩৮ বছর পর আবার দেখা হল শতবার্ষিকী মিলন মেলায়।
বেলা তিনটে নাগাদ আমাদের নগ্ন পদে যাত্রা শুরু হল। পথে বেশ কয়েক বার ভূপতিত হওয়ার পরে সন্ধে ৬ টা নাগাদ বদলপুর পৌছালাম। মূরারীর এই রুপ পথে চলার কিঞ্চিত অভিজ্ঞতা থাকলেও আমার একদমই ছিল না ! ফলে আমার পরিধেয় বস্ত্র কে আলাদা করে চিন্হিত করা যাচ্ছিল না!
হল্কা অফিসার মুজিবর রহমান আমাদের হাসি চাপতে পারলেন না। মুজিবর দার সুন্দর ব্যবস্থাপনায় সেদিন আমরা মুগ্ধ হয়ে ছিলাম!উতকণ্ঠার অবসানে নিজেদের আনা বিছানায় একত্রে ঘুমিয়ে পড়লাম।
ক্রমশ......


 

সংযোগসূত্র সার্ভে টিম

ফিল্ড ইন্সট্রাক্টরঃ বৈদ্যনাথ সেনগুপ্ত

ফিল্ডবুক রাইটারঃ সমীর ভট্টাচার্য

ফিল্ড সুপারভাইজারঃ রামচন্দ্র ঘোষ ও আশীষ সরকার

bottom of page