সংযোগসূত্র
আর জি কর কান্ডের প্রতিবাদ জানিয়ে দ্রুত প্রতিকার চাইছি
দিলীপ কুমার সাধু

স্মৃতি চারন --++++++
সালটা ১৯৭৪, ছয় মাসের ট্রেনিং শেষ হল, March, 74. April এর প্রথম প্রায় সকলের Appointment letter চলে এলো, আমি ও আরও কয়েক জনের বাদ থাকলো । May র প্রথমে বাকীদের এলো, হয়তো gradation এ পরের দিকে নাম ছিল, যাইহোক আমাদের বাকী সকলের Joining District Hooghly. ঠিক কয়েক দিন আগে Railway Strike শুরু হয়েছে, তাহলে আমি যাব কি করে। আমার বাড়ি সিউড়ী, সেই সময় সিউড়ী থেকে C.S.T.C এর একটি বাস ভোর বেলা ছেড়ে কলকাতা যেত, অগত্যা সেই বাসেই যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো । ভাগ্য ক্রমে আমার এক পিসতুতো দাদা / বন্ধু পিন্টু বাড়ি বাঁশবেড়িয়ার শরণাপন্ন হলাম। ও আমাকে Bandel থেকে receive করে ওদের বাড়ি নিয়ে গেল.
পরের দিন ওর বাইকে চেপে জীবন পালের S.O Office এ এসে joining report দিলাম। আমাকে খানাকুলে র existing Halka Camp এ Trainee হিসাবে posting Order ধরিয়ে দিল। বন্যার জন্য খানাকুল প্রসিদ্ধ শুনেছিলাম, ভীষণ ভয় পেয়ে যায়। আপাতত বাঁশবেড়িয়া ফিরে গেলাম। পরের দিন Holdol bedding ও একটি ছোট suitcase নিয়ে বেড়িয়ে পরলাম সঙ্গে পিন্টু । চুঁচুড়া থেকে ১৭ নং বাস ধরে তারকেশ্বর, সেখান থেকে ২ বার বাস পালটে খানাকুল পৌছালাম বিকেল ৪টা নাগাদ । খোঁজ করে আমাদের সিনিয়ার দাদাদের মেস খুঁজে পাওয়া গেল, পরিচয় দিলাম
,জানা গেল ওখানে তিন জন থাকেন মেস করে, এদিকে পিন্টু ফিরে যাবে, বাস পাবে না, ওকে ছেড়ে দিলাম । সিনিয়র দাদাদের মধ্যে ছিলেন সিদ্ধেশ্বর চৌধুরী, অমল বিকাশ দত্ত এবং রনজিত ঘোষ । সকলেই তখন কাজ থেকে ফিরে এসেছেন , আশ্রয়ে র আবেদন জানালাম । জানা গেল যে পাশাপাশি তিনটি হল্কা কেমপে আমি, শ্যামল দাস ও নজরুলইসলাম কে কাজ শেখার জন্য temporary posting দিয়েছে । আমদের বলা হল মেসে খাওয়া দাওয়া করতে পারবো তবে রাত্রে দুই চৌকির মাঝে জায়গায় বেড়িং খুলে বিছানা করে শুতে হবে, ভোরে ওনাদের উঠার আগেই বিছানা গুটিয়ে ফেলতে হবে । রাজি না হওয়ার কোন প্রশ্ন ই ছিল না ।
আমার হল্কা র নাম হেলান, সদর খানাকুল থেকে ৪/৫ কিমি দুরে, বাসে করে যেতে হবে ।
আমার সিনিয়র র নাম সিদ্ধেশ্বর,মানুষ ভালো, কেবি করার জন্য একটা নূতন সাইকেল কিনেছিলেন ।
আমাকে একদিন নিজের নূতন সাইকেল টা দিয়ে বললেন, যা-ও আজকে তুমি কেবি টা করে এসো, আমি মৌজা ও আমিন বাবু কে নিয়ে বেড়িয়ে পরলাম, ১ কিমি মতন গিয়ে সে এক বিপত্তি। আগের রাতে ভালো বৃষ্টি হয়ে গেছে ওখানকার মাটি যে এঁটেল মাটি আমার জানা ছিল না , আমি বীরভূমের লাল মাটির দেশের মানুষ।
আমার সাইকেলের ব্রেক এ এমন ভাবে মাটি ধরে নিল যে সাইকেল এগোই না পিছয় না, আমার তো কান্না পেয়ে গেল, এবার কি হবে , ঘটনা যেখানে হয়েছিল, দুপাশে শুধু মাঠ, কোন বাড়ি ঘর নাই । আমিন বাবু ও অন্যেরা পা-গাড়ি তে ছিলো । ওনারা এসে যায়, গ্রামের মানুষ কে ডেকে নিয়ে আসে, সাইকেল তুলে নিয়ে পুকুরে কাঠি দিয়ে খুঁচিয়েখুঁচিয়ে
অনেক কষ্টে মাটি পরিষ্কার করে আস্তে আস্তে হাঁটি য়ে নিয়ে যাবার মতো করে দিল, রণে ভংগ দিয়ে পিছ টান দিলাম, মুখ কাচুমাচু করে সিদ্ধেশবর দার কাছে সমস্ত বিবরণ পেশ করলাম।
সদর শহরের স্কুটার নিয়ে কলেজ যাওয়া আসা করা ছেলে র কি করুন অবস্থা । এ কেমন চাকরি করতে এলাম । পরের কয়েক দিন ভালো বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় আমার আর কেবি শেখা হলনা, অফিসে বসে বসে আগের কেবি করা রেকর্ড গুলো দেখে দেখে যে টুকু বুঝেছি ।
কয়েক দিন মেসের মাটিতে শুয়ে নজরুল আর আমি একটা মাটির দোতলায় ভাড়াতে কাছেই চলে গিয়েছিলাম, খাওয়াটা অবশ্য ই দাদা দের মেসেই করতাম। মাস দুই পর দাদপুর থানায় গোসাই মালোপাড়া য় ফাইনাল পোস্টিং পেয়ে চলে গিয়েছিলাম। আজকের মতো এখানে ই শেষ করলাম ।
দিলীপ কুমার সাধু ।
সিউরী বীরভূম ।
1) Suri, Birbhum.
2) 10th May, 74. Hooghly.
3) As Dy DL & LRO Birbhum. Sep,2011.
4) .. 9474008762.