সংযোগসূত্র
আর জি কর কান্ডের প্রতিবাদ জানিয়ে দ্রুত প্রতিকার চাইছি

হৃদয়প্রাণ মম
হরখে আকুল ভেল
মাদুরের ওপরে এঁকেছেন
পরিতোষ দে



এটা আমার হাতের নকল।
এখানে একটা বিষয় না বললেই নয়, আমার মেয়ের চুড়িদারে একটা আলপনা বুটিকে করে রবীন্দ্রনাথের একটি কবিতা লিখেছি। কবিতার ( খুব সম্ভবত চার লাইন) নীচে রবীন্দ্রনাথের স্বাক্ষর নকল করেছিলাম।
চাকদহে বাড়ী, উজ্জ্বল দত্ত, কোন একদিন শুনতে পেয়েছিল যে আমি বুটিক করি। ও তখন রাণাঘাট মহকুমা ভূমি ও ভূমি সংস্কার অফিসে পোস্টেড। আমার আঁকা বুটিক দেখতে চেয়েছিল। আমি সেই চুড়িদার ও রবীন্দ্র রচনাবলী ( ওটার থেকে রবীন্দ্রনাথের স্বাক্ষর নকল করেছিলাম) নিয়ে হাজির ওর অফিসে ( আমার বাড়ী থেকে হাঁটা পথ ৭/৮ মিনিট) । উজ্জ্বল প্রায় দশ মিনিট আমার করা বুটিকে রবীন্দ্রনাথের স্বাক্ষর ও রচনাবলীর রবীন্দ্রনাথের স্বাক্ষর খুঁটিয়ে খুঁটিয়ে দেখেও কোন ভুল ধরতে পারেনি।
যখন বুটিকের পর্ব এর ছবি দেবো তখন পাঠাবো।
ততক্ষণে এটার উপর যে স্বাক্ষর আছে আপনারা মিলিয়ে দেখতে পারেন।
পরিতোষ দে, রাণাঘাট