top of page
paritosh drawing1.jpg

হৃদয়প্রাণ মম

হরখে আকুল ভেল

মাদুরের ওপরে এঁকেছেন

পরিতোষ দে

paritosh drawing2.jpg
paritosh drawing3.jpg
paritosh drawing4.jpg

এটা আমার হাতের নকল।

এখানে একটা বিষয় না বললেই নয়, আমার মেয়ের চুড়িদারে একটা আলপনা বুটিকে করে রবীন্দ্রনাথের একটি কবিতা লিখেছি।  কবিতার ( খুব সম্ভবত চার লাইন) নীচে রবীন্দ্রনাথের স্বাক্ষর নকল করেছিলাম।
চাকদহে বাড়ী, উজ্জ্বল দত্ত, কোন একদিন শুনতে পেয়েছিল যে আমি বুটিক করি। ও তখন রাণাঘাট মহকুমা ভূমি ও ভূমি সংস্কার অফিসে পোস্টেড। আমার আঁকা বুটিক দেখতে চেয়েছিল।  আমি সেই চুড়িদার ও রবীন্দ্র রচনাবলী ( ওটার থেকে রবীন্দ্রনাথের স্বাক্ষর নকল করেছিলাম)  নিয়ে হাজির ওর অফিসে ( আমার বাড়ী থেকে হাঁটা পথ ৭/৮ মিনিট) । উজ্জ্বল প্রায় দশ মিনিট আমার করা বুটিকে রবীন্দ্রনাথের স্বাক্ষর ও রচনাবলীর রবীন্দ্রনাথের স্বাক্ষর খুঁটিয়ে খুঁটিয়ে দেখেও কোন ভুল ধরতে পারেনি।
যখন বুটিকের পর্ব এর ছবি দেবো তখন পাঠাবো।
ততক্ষণে এটার উপর  যে স্বাক্ষর আছে আপনারা মিলিয়ে দেখতে পারেন।
পরিতোষ দে,  রাণাঘাট


 

সংযোগসূত্র সার্ভে টিম

ফিল্ড ইন্সট্রাক্টরঃ বৈদ্যনাথ সেনগুপ্ত

ফিল্ডবুক রাইটারঃ সমীর ভট্টাচার্য

ফিল্ড সুপারভাইজারঃ রামচন্দ্র ঘোষ ও আশীষ সরকার

bottom of page