সংযোগসূত্র
আর জি কর কান্ডের প্রতিবাদ জানিয়ে দ্রুত প্রতিকার চাইছি
। সেদিন দেখা ।
সুকান্তকুমার দে
সেদিন তোমার সাথে আমার দেখা হয়েছিল
শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে,
কত কথা হোল দিন কাল বদলের,
দেশ কাল ধর্মের ।
তারপর হঠাৎই চলে গেলে
হন হন করে আগে আগে
কি জানি কি তাড়া আছে বলে ।
সেদিন মেট্রো রেলে পাশাপাশি বসে,
আমরা যাচ্ছিলাম অনেক দূরে,
শৈশবের জলকাদা, ফুটবল, ফুলচুরি এইসব নিয়ে,
তারপর তুমি কথা থামিয়ে
হঠাৎই নেমে গেলে ময়দান স্টেশনে ;
কোন কথা না বলে ।
সেদিন ভোরবেলা পার্কে পায়চারি করতে করতে
কত গল্প হোল তোমার সাথে ।
কে জোরে হাঁটতে পারে,
কে জোরে হাসতে পারে,
তারপর হঠাৎ কি মনে করে,
দরকারি কাজ আছে বলে,
চলে গেলে আমাকে পার্কে দাঁড় করিয়ে রেখে ।
সেদিন মুদির দোকানে মাসকাবারি
এটা সেটা সওদা করতে করতে
কত কথা বললে
রমা, রত্না, চামেলী, চন্দনাকে নিয়ে,
তারপর মালটা রেখে আসছি বলে
সেই যে গেলে আর এলে না ।
সেদিন হঠাৎ শশ্মানঘাটে
বন্ধুর মা'কে দাহ করতে গিয়ে,
ঠিক যেন তোমারই মতো
কার সাথে জমিয়ে গল্প করলাম ।
তারপর হঠাৎই তুমি আসছি বলে
কোথায় যে চলে গেলে ।
পরে দেখলাম শশ্মানের দেওয়ালে,
তোমার নাম লেখা আছে
পোড়া ছাই দিয়ে ।